অন্ডালের কেন্দা এরিয়ার ছোড়া সাইডিংয়ে বুধবার মধ্যরাতে এক দল দুষ্কৃতী ইসিএলের কেবল ও যন্ত্রাংশ চুরি করতে ঢোকে। কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে দুষ্কৃতীদের লাঠির ঘায়ে তিন নিরাপত্তারক্ষী গুরুতর আহত হন। আহতদের স্থানীয় কেন্দা এরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দুষ্কৃতীরা রাতে সশস্ত্র অবস্থায় চুরি করতে ঢোকে কেন্দা এরিয়ার ছোড়া সাইডিংয়ে। তখন চারজন নিরাপত্তারক্ষী ডিউটিতে ছিলেন। ইসিএলের বিভিন্ন যন্ত্রাংশ ও কেবল চুরির লক্ষ্যে চোরের দল ছোড়া সাইডিংয়ে ঢোকে। নিরাপত্তারক্ষীরা বাধা হয়ে দাঁড়ানোয় প্রথমে নিরাপত্তারক্ষীদের জখম করে চোরের দল। জানা গেছে প্রায় ২০০ মিটার কেবল চুরি গেছে বুধবার রাতে। নিরাপত্তারক্ষীরা ইসিএল কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
Like Us On Facebook