ঠিকাদার সংস্থা ইসিএলের বেতন চুক্তি না মানার প্রতিবাদে শনিবার সকাল থেকে অন্ডালের কাজোড়া এরিয়ায় সব কটি কোলিয়ারির শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ আন্দোলনে সামিল হন। ক্ষুব্ধ ঠিকা শ্রমিকরা আন্দোলনের মাত্রা তীব্র করতে ইসিএলের পরিবহণের গাড়ি চলাচল বন্ধ করে দেন বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই গোটা কাজোড়া এরিয়ার সমস্ত কোলিয়ারিগুলি কার্যত স্তব্ধ হয়ে যায়।
জানা গেছে, ইসিএলের ঠিকা কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘ আন্দোলনের পর ইসিএল কর্তৃপক্ষ ২২০ থেকে ৪২০ টাকা দৈনিক বেতন কার্যকর করে। কিন্তু ঠিকাদার সংস্থা সেই বেতন চুক্তি মেনে ঠিকা কর্মীদের বেতন দিচ্ছে না, পুরানো রেটেই ঠিকা কর্মীদের বেতন দিচ্ছে বলে আভিযোগ। কাজোড়া এরিয়ায় বিভিন্ন কোলিয়ারির ২৭২ জন ঠিকা শ্রমিক সঠিক হারে বেতন না পেয়ে শনিবার বিক্ষোভ আন্দোলনে সামিল হন। কাজোড়া এরিয়ার শ্রমিক নেতা রবি দাস বলেন, ‘হয় ইসিএলের বেতন চুক্তি মেনে ঠিকাদার সংস্থা বেতন দিক, নতুবা ইসিএল কর্তৃপক্ষকে ঠিকাদার সংস্থাগুলিকে ব্ল্যাক লিস্ট করতে হবে। আমাদের দাবি না মানলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।’