মেরামতির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল থেকে পড়ে মৃত্যু হল ইসিএলের এক ঠিকা কর্মীর। বুধবার ঘটনাটি ঘটে কাজোরা এরিয়ার লছিপুর কোলিয়ারির স্টাফ কলোনি এলাকায়। মৃতের নাম যোগিন্দর হেমব্রম(২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লছিপুর স্টাফ কলোনি আবাসন এলাকায় বিদ্যুতের খুঁটিতে তার মেরামতির কাজ করছিলেন ইসিএলের ঠিকাকর্মী যোগিন্দর হেমব্রম ও তাঁর কয়েকজন সহকর্মী। সেই সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যোগিন্দর হেমব্রম বিদ্যুতের পোল থেকে নীচে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ইসিএলের গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

Like Us On Facebook