জামালপুরের আঝাপুরের পর ফের জামালপুরের মশাগ্রামে বেআইনি গ্যাস কারবারের হদিস। জামালপুরের মশাগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গ্যাস সিলিন্ডার বেআইনিভাবে মজুত ও বিক্রির অভিযোগে দুর্নীতি দমন শাখা অরূপ ঘোষকে গ্রেফতার করল।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার জেলা দুর্নীতিদমন শাখার আধিকারিকরা মশাগ্রামে অরূপ ঘোষের দোকান ও বাড়িতে অভিযান চালায়। অরূপবাবুর বাড়ি ও দোকান থেকে উজ্জ্বলা যোজনার গ্যাস সহ ৪২ টি গ্যাস সিলিন্ডার এবং গ্যাসের অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করে জেলা দুর্নীতিদমন শাখা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বেআইনিভাবে গ্যাসের কারবার করছিলেন অরূপবাবু। এদিন জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার পাঁচ সদস্যের একটি দল অভিযান চালিয়ে আরূপবাবুকে গ্রেফতার করে। জেলা দুর্নীতি দমন শাখার আধিকারকরা জামালপুর থানায় অরূপ ঘোষের নামে অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, ২৭ আগস্ট জেলা দুর্নীতিদমন শাখা অভিযান চালায় পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুরে সুশান্ত ঘোষের বাড়িতে। সেখান থেকে উদ্ধার করা হয় ১৭ টি সিলিন্ডার। ৫ টি উজ্জ্বলা যোজনার গ্যাস। এছাড়াও মেলে বেশ কিছু রেগুলেটর সহ অন্যান্য গ্যাসের সরঞ্জাম।