আর জে ইন্টারন‍্যাশনালের আইসক্রিম উৎপাদন কারী সংস্থা দেবযানী ফুড ইন্ড্রাস্ট্রিজের ক্রীমবেল সালানপুরের এথোড়ার কাছে ধর্মা গ্রামে প্রায় ২০ একর জায়গার উপর ১৫০ কোটি বিনিয়োগে অত্যাধুনিক দুগ্ধজাত দ্রব‍্যের কারখানা খুব শীঘ্রই চালু করতে চলেছে। আসানসোল, দুর্গাপুর সহ সমগ্র দক্ষিণ বঙ্গ ও বিহার, ঝাড়খণ্ড সহ পূর্ব ভারতের ১৫টি শহরে উৎকৃষ্ট মানের দুগ্ধজাত দ্রব্য সরবরাহের উদ্দেশ্য দেবযানী ফুড ইন্ড্রাস্ট্রিজ এই স্টেট অফ দি আর্ট কারখানা আসানসোলে চালু করতে চলেছে বলে জানান দেবযানী ফুড ইন্ড্রাষ্ট্রিজের বিপনন দপ্তরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সিনহা।

সঞ্জয়বাবুর দাবি আসানসোলের পার্শ্ববর্তী এলাকায় তাজা ও সুস্বাদু ক্রীমবেলের দুগ্ধজাত দ্রব‍্য বিক্রি করে এলাকার মানুষের মন জয় করে চাহিদা পূরনে ২০,০০০ কোটি টাকার বাজার ধরবে সংস্থা। সঞ্জয় সিনহা আরও বলেন, সম্পূর্ণ বিদেশি প্রযুক্তি ব‍্যবহার করে ট্রপিকাল, স্ট্রবেরি, ব্লুবেরি সহ ক্যারামেল, ম্যাংগো,ও রাবড়ি স্বাদের মিষ্টি দই এখানে উৎপাদিত হবে। তাছাড়া এখানের উৎপাদিত ফ্লেভারড লস্যি, পনির তিন ধরনের টোনড দুধও পার্শ্ববর্তী এলাকার মানুষের চাহিদা পূরণ করবে বলে দাবি দেবযানী ফুড ইন্ড্রাস্ট্রিজের বিপনন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সিনহার। তিনি আরও জানান সংস্থা গোপালকদের কাছ থেকে সরাসরি দুধ কিনে কারখানায় ব্যবহার করবে।

Like Us On Facebook