বর্ধমান হাসপাতালে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রোগী বহন করার জন্য চালু হল ব্যাটারি চালিত রিক্সা, ‘সেবা’। হাসপাতালের রোগীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে নিয়ে যেতে এই ই-রিক্সা ব্যবহার করা হবে। এই রিক্সা চালু হওয়ায় হাসপাতালের মধ্যে রোগী পরিবহণে ট্রলি বা স্ট্রেচার সমস্যা মিটবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।
বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের বিধায়ক তহবিল থেকে প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে আনা হয়েছে এই ই-রিক্সা। পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সোমবার। উপস্থিত ছিলেন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, হাসপাতাল সুপার ডা. উৎপল দাঁ সহ অন্যান্যরা। এই পরিষেবা চালু হওয়ায় খুব দ্রুত এক বিভাগ থেকে অন্য বিভাগে রোগীদের নিয়ে যাওয়া যাবে। ফলে গুরুতর অসুস্থ রোগীদের বিভিন্ন বিভাগে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানোর ক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি যথেষ্ট সংখ্যক ট্রলি বা স্ট্রেচারের অভাবে এক বিভাগ থেকে অন্য বিভাগে রোগীদের নিয়ে যাওয়ার যে সমস্যা ছিল হাসপাতালে তার অনেকটাই সমাধান হবে।