বেঙ্গল টেনিস অ্যাসোশিয়েসনের উদ্যোগে আইপিএলের ধাঁচে ১৮ থেকে ২২ এপ্রিল সল্টলেকে হয়ে গেল বেঙ্গল প্রিমিয়ার টেনিস লিগ ২০১৭। রাজ্যের ছ’টি জেলা থেকে ছটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। মোট ৪৮ জন খেলোয়াড়ের মধ্যে বিজয় খান্না, সিদ্ধার্থ বিশ্বকর্মা, সমিথার মত জাতীয় স্তরের খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন এই প্রিমিয়ার লিগে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ছাড়াও কলকাতা, হাওড়া, বাঁকুড়া, মেদিনীপুর, মালদার ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। শনিবার প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুর্গাপুর ওয়ারিয়র্স ও মেদিনীপুর ওয়েভস। দুর্গাপুর ওয়ারিয়র্স মেদিনীপুর ওয়েভসকে পরাজিত করে বেঙ্গল প্রিমিয়ার টেনিস লিগ চ্যাম্পিয়ন হয়।
Like Us On Facebook