দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ছাত্র। ঘটনাটি ঘটেছে অণ্ডালের মদনপুরে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে দুর্গাপুরের ঝান্ডাবাগের রহিম পথের বাসিন্দা গুরু তেগবাহাদুর স্কুলের ছাত্র ঋত্বিক সাউ বন্ধুদের সাথে টিউশন যাবার নাম করে অণ্ডালের মদনপুরে দামোদরে স্নান করতে যায়। সকলে নিরাপদে স্নান করে দামোদরের পাড়ে উঠলেও স্রোতের টানে ঋত্বিক তলিয়ে যায়, অন্যান্য বন্ধুরা ঋত্বিককে বাঁচাতে না পেরে চিৎকার করলে স্থানীয় মানুষ জড়ো হয়ে নৌকা নিয়ে উদ্ধার কার্যের পাশাপাশি অণ্ডাল পুলিশে খবর দেয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত ঋত্বিককে উদ্ধার করার কোন খবর পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে আসানসোল থেকে বিপর্যয় মোকাবিলা দল ঋত্বিককে উদ্ধারের জন্য আনা হচ্ছে। এদিকে পুলিশ ঋত্বিকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে সন্ধ্যার সময় টিউশনের নাম করে কেন তারা দামোদরে স্নান করতে গেল তা জানার চেষ্টা করছে। এর পিছনে অন্য কোন ঘটনা রয়েছে কিনা পুলিশ সে ব্যাপার তদন্ত করছে।
Like Us On Facebook