বৃহস্পতিবার রাতে এক অভিযানে গিয়ে বিমল গুরুং বাহিনীর গুলিতে নিহত হন রাজ্য পুলিশের তরুণ সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক। নিহত পুলিশ আধিকারিক অমিতাভ মালিকের স্মরণে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্র-ছাত্রীরা সোমবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাল। কলেজের সামনে ছাত্র-ছাত্রীরা এদিন মিছিল করে এসে ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে নিহত তরুণ পুলিশ আধিকারিক অমিতাভ মালিককে শ্রদ্ধাঞ্জলি জানায়। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাহুল রায় বলেন, আমাদের এক বীর অফিসারকে নির্মম ভাবে হত‍্যা করা হয়েছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই। আমরা শোকাহত।আজ আমারা মোমবাতি মিছিল করে শহীদ সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম।

Like Us On Facebook