বুদবুদ ও কাঁকসা থানা যাতে কোন ভাবে দুর্গাপুর আদালতের অধীন থেকে সরানো না হয় তার সমর্থনে বৃহত্তর আন্দোলনের ডাক দিল দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে বার অ্যাসোসিয়েশনের কর্তারা একথা জানান। গত ৯ জানুয়ারি থেকে দুর্গাপুর আদালতের আইনজীবিরা কর্মবিরতি পালন করছেন। মিটিং মিছিলের পাশাপাশি মূখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বিষয়টি বিবেচনা করার জন্য।
দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবীদাস বন্দ্যোপাধ্যায় ও সম্পাদক অনুপম মুখোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, বার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক আইনি সংগঠন। মানুষের জন্য এই সংগঠন কাজ করে। বুদবুদ ও কাঁকসা থানা দুর্গাপুর আদালত থেকে বাদ পড়লে বুদবুদ ও কাঁকসার মানুষকে দুর্ভোগে পড়তে হবে। অনুপম বাবু ও দেবীদাস বাবু আরও বলেন, প্রয়োজনে আমরা হাইকোর্ট ও সুপ্রীমকোর্টে যাব মানুষের স্বার্থে। এদিন দুর্গাপুর পুর্ব কেন্দ্রের পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার কলকাতা থেকে দুর্গাপুরে এসে বার অ্যাসোসিয়েশনের দাবিগুলি শুনে যান।