.

বৃহস্পতিবার নবমী তিথিতে বর্ধমান শহরের উইলবাড়ি পুজো কমিটি তাঁদের পুজো মণ্ডপে কুমারী পুজোর আয়োজন করে। কুমারী পুজো উপলক্ষে পুজো কমিটির উদ্যোগে এক শোভাযাত্রা বের হয়। শহরের তেলমাড়ুই রোডে উইলবাড়ি সার্বজনীন পুজো কমিটির দুর্গাপুজো এবার ২০ বছরে পদার্পণ করল। তেলমাড়ুই রোডের বর্ধমান হিন্দু মিলন মন্দিরে আয়োজিত হয় এই পুজো।



Like Us On Facebook