.
২০১৭ সালে দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরের আদলে মণ্ডপ গড়েছিল দুর্গাপুরের ঐতিহ্যবাহী ভিড়িঙ্গী নবারুণ ক্লাব। প্লাইউড ও থার্মোকলের যুগলবন্দিতে দুর্গাপুরের এক ডেকরেটার্স বানিয়েছিল মণ্ডপ। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে মূর্তিও দক্ষিণী আদলে তৈরি করা হয়। আলোক সজ্জায় ছিলেন বারাসতের আলোক শিল্পীরা।
Like Us On Facebook