তৃণমূল প্রার্থীর পোস্টার ছিঁড়ে দেওয়া ও দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের আউশগ্রামে। বৃহস্পতিবার সকালে শাসকদলের কর্মী সমর্থকরা দেখেন আউশগ্রামের আলিগ্রামে তাঁদের লোকসভা প্রার্থী অসিত মালের সমর্থনে লেখা দেওয়ালে গোবর লেপে দেওয়া হয়েছে এবং তাঁর সমর্থনে লাগানো পোস্টার ছিড়ে ফেলা হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। তাঁদের দলের পোস্টার ছিঁড়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন অসিত কুমার মাল। ইতিমধ্যেই তাঁর সমর্থনে গোটা এলাকায় দেওয়াল লেখা হয়েছে এবং পোস্টার দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।