জাতীয় সড়কে ডাম্পার ও টাটা সুমোর সংঘর্ষে গুরুতর আহত ৩। ঘটনাটি ঘটেছে আসানসোল শিল্পাঞ্চলের রানিগঞ্জের তারবাংলা মোড়ের কাছে। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসাপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার প্রতাপপুরের সন্দীপ সিনহা, দুর্গাপুর মামড়া বাজারের অনীল কুমার ও বিহারের ছাপরার বাসিন্দা রাজকুমার সাউ একটি টাটা সুমোয় বাঁকুড়ার বড়জোড়ার দিকে যাচ্ছিলেন। জাতীয় সড়কে রানিগঞ্জের তারবাংলা মোড়ের কাছে একটি ডাম্পারের সঙ্গে তাঁদের টাটা সুমোটির সংঘর্ষ ঘটে। সংঘর্ষে তিনজনই আহত হন। তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
Like Us On Facebook