.

বেহাল রাস্তার মেরামতির দাবি নিয়ে যখন সোচ্চার এলাকাবাসী, তখন সেই বেহাল রাস্তার কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইসিএলের কয়লা বোঝাই ডাম্পার ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজ থেকে পড়ে গেল। এই ঘটনায় ডাম্পারের চালক ও খালাসি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানা গেছে। এই ঘটনায় পান্ডবেশ্বরের শ্যামলা কোলিয়ারি এলাকার বাসিন্দারা বেহাল রাস্তা মেরামতির দাবিতে ফের সোচ্চার হন। দীর্ঘ দিন ধরেই পান্ডবেশ্বরের শ্যামলা কোলিয়ারির বিভিন্ন এলাকায় ইসিএলের পরিবহণে যুক্ত ডাম্পার চলাচলের ফলে শ্যামলা কোলিয়ারি সহ বিভিন্ন কোলিয়ারি এলাকার রাস্তা গুলি বেহাল হয়ে পড়েছে। ফলে নিত্য পথ দুর্ঘটনা ঘটছে বলে দাবি এলাকাবাসীর। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষকে বার বার জানানো সত্বেও ইসিএলের উদাসীনতায় বেহাল রাস্তার হাল ফেরেনি।

Like Us On Facebook