ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত কুমারডিহি-এ কোলিয়ারি কম্পাউন্ডের ভিতর। মৃত ব্যক্তির নাম বাদল গড়াই বয়স আনুমানিক সত্তর। কুমারডিহির বাসিন্দা বাদলবাবু কুমারডিহি-এ কোলিয়ারির ভিতর একটা ছোট্ট পান গুমটি চালাতেন। দোকান থেকে বাড়ি যাওয়ার পথে কয়লা বোঝাই ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। মৃতের পরিবারের দাবি ইসিএল উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে দেহ তুলতে দেওয়া হবে না। রাস্তার উপর দেহ ফেলে রেখে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন।

Like Us On Facebook