.

২নং জাতীয় সড়কে বুধবার রাত আটটা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে অন্ডাল থেকে আসানসোল যাওয়ার রাস্তায় কাজোরা এরিয়া অফিস মোড় এলাকায়। মৃত মহিলার নাম ক্ষমা বাগদি (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, জামুড়িয়ার সামডি এলাকার বাসিন্ধা ক্ষমা বাগদি ও তাঁর স্বামী দুর্গা বাগদি এদিন সকালে অন্ডালের ভাদুর গ্রামে আসেন এক আত্মীয়ের বাড়িতে। রাত আটটা নাগাদ বাইকে করে বাড়ি ফেরার পথে কাজোরা এরিয়া অফিস মোড়ের কাছে একটি ডাম্পার তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ক্ষমাদেবীর মৃত্যু হয়। তাঁর স্বামীও দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Like Us On Facebook