দ্রুতগতির ডাম্পারের ধাক্কা ইসিএল কোয়ার্টারে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঘুমন্ত মহিলা। ঘটনাটি ঘটেছে কুলটির সোদপুর ওয়ার্কশপের একটি আবাসনে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। চালক পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসিএল কর্মী বর্ণালী ঘোষ কুলটি থানার সোদপুর ওয়ার্কশপের একটি আবাসনে একাই থাকেন। রবিবার ভোর ৩টে নাগাদ তিনি যখন ঘুমিয়ে ছিলেন, সেই সময় হঠাৎই একটি দ্রুতগতির ডাম্পার এসে তাঁর শোওয়ার ঘরের দেওয়ালে সজোরে ধাক্কা মারে এবং দেওয়াল ভেঙে ডাম্পারটি ঘরে ঢুকে যায়। দেওয়াল থেকে ইট ছিটকে গায়ে লাগলে আহত হন বর্ণালীদেবী। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় বর্ণালীদেবী ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন। সম্বিত ফিরে পেলে তিনি ঘর থেকে ছুটে বেরিয়ে যান এবং প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা এসে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে ডাম্পারটিকে আটক করে নিয়ে যায়। ডাম্পারের চালক ও খালাসি ডাম্পার ফেলে চম্পট দেয়।