কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ির অন্তর্গত চিনাকুড়ি যাওয়ার প্রধান সড়ক অবরোধ করে ডাম্পার চালকেরা৷ রাস্তা খারাপ হওয়ার ফলে এক বাইক আরোহীকে পাশ দিতে দেরি হওয়ায় সেই বাইক আরোহী ডাম্পার চালককে মারধর করে বলে অভিযোগ করেন ডাম্পার চালকরা।
রবিবার সকালে চিনাকুড়ি যাওয়ার রাস্তায় স্থানীয় এক বাইক আরোহীকে একটি ডাম্পার চালক পাশ দিতে দেরি করায় বাইক আরোহী ডাম্পার চালক মহম্মদ ইমতিয়াজকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর ডাম্পার চালকরা ওই রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ডাম্পার চালকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাইক আরোহীকে আটক করে এবং আহত চালককে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে ডাম্পার চালকরা অবরোধ তুলে নেন।
Like Us On Facebook