ডাম্পার ও টোটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ মৃত ৫। ঘটনাটি ঘটেছে বর্ধমান-সিউড়ি এনএইচ ২-বি এর ঝিঙুটী মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেওয়ানদিঘী ও বর্ধমান থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৫ টা নাগাদ বর্ধমানের পালিতপুরের একটি পরিবারের ৪ সদস্য টোটো করে মাছ ধরতে গুসকরা অভিমুখে যাচ্ছিলেন। সেই সময় গুসকরা থেকে বর্ধমান অভিমুখী একটি পাথর বোঝাই ডাম্পার ঝিঙুটী মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। সংঘর্ষের জেরে টোটোটি ভেঙে গুঁড়িয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা দেহগুলি উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। মৃতরা হলেন, গঙ্গা সাঁতরা (৬৫), সরস্বতী সাঁতরা (৫৯), সীমা সাঁতরা (৪০), মামনি সাঁতরা (৩২) এবং টোটোচালক মইনুদ্দিন মিদ্যা (৩৬)।