গত কয়েকদিনের গুমোট গরমে ওষ্ঠাগত প্রাণ। আজ তীব্র দাবদাহে কাহিল হয়ে একটি সাপকে দেখা গেল এয়ারকন্ডিশনড মেশিন থেকে পড়া জলের উপর বিশ্রাম নিতে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের উল্লাস আবাসনের একটি বাড়িতে। বৃহস্পতিবার দুপুরে প্রচণ্ড গুমোট গরমে অতিষ্ঠ হয়ে পাশের ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে একটি সাপকে দেখা গেল একটি বাড়ির এসি মেশিনের নীচে বিশ্রাম নিতে। এসি মেশিন থেকে ঠাণ্ডা জল পড়ে জায়গাটি ঠাণ্ডা ও স্যাঁতস্যাঁতে হওয়ায় সাপটি ওই জায়গাটিকে বিশ্রাম নেবার পক্ষে আদর্শ মনে করে দীর্ঘক্ষণ পড়ে থাকল ওই জায়গায়। সাপটিকে বাড়ির বারান্দায় দেখে সকলে আতঙ্কিত হয়ে পড়েন। পরে সাপটিকে ওই জায়গা থেকে সরিয়ে পাশের ঝোপে ছেড়ে দেওয়া হয়।
Like Us On Facebook