নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণে কা়ঁকসা ও বুদবুদের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ল। পানাগড়ের জাতীয় সড়কের বাইপাস জলমগ্ন হয়ে পড়ায় যান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয় মঙ্গলবার। কাঁকসার সোঁয়াই গ্রাম জলমগ্ন হয়ে পড়ায় এক বাইক আরোহী রাস্তা পারাপারের সময় জলে তলিয়ে যায়। স্থানীয় মানুষজনের চেষ্টায় বাইক সহ বাইক আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। প্রবল বর্ষণে বুদবুদের মারো গ্রামের নিকাশি নালা ছাপিয়ে জল গ্রামকে জলমগ্ন করে দেয়। ফলে মারো গ্রামের ৫টি কাঁচা বাড়ি ভেঙে পড়ে। গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েন। নিম্ন চাপের প্রভাবে কা়ঁকসা ও বুদবুদের মানুষ চরম দুর্ভোগে পড়েন।
কাকসার ব্লক স্বাস্থ্য কেন্দ্রটিও জলমগ্ন হয়ে পড়ে। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কাঁকসার নতুন পাড়া, ঝুপড়ি পাড়া, ট্যাঙ্কি তলা এলাকার মানুষ। বস্তি এলাকায় জলে বাড়ি ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খোলা আকাশের নীচে রাত্রি যাপন করতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় বিডিওকে ত্রিপলের জন্য আবেদন করে না পাওয়ায় এলাকায় ক্ষোভ তৈরি হয়।