নিকাশি নালা সাফাই না হওয়ার কারণে রাস্তার উপরেই নিকাশি নালার জল জমলো পানাগড় বাজারের ব্যস্ততম রাস্তা চৌমাথা মোড়ে। রবিবার থেকেই পানাগড় বাজারের চৌমাথা মোড়ে নিকাশি নালার জল জমায় ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে ওই রাস্তা দিয়ে যাতায়াত করে এলাকার মানুষদের। পানাগড় বাজার থেকে অফিসপাড়া যাওয়ার পুরাতন কাঁকসা রোড এটি। আপাতত পায়ে হেঁটে ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ। স্থানীয় পঞ্চায়েত যদিও জানিয়েছেন তারা দ্রুত ব্যবস্থা নেবে।
এদিকে, নিকাশি নালা সংস্কারের দাবিতে এদিন পানাগড় বাজারের চৌমাথা মোড় অবরোধ করলো বিজেপি। বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা বলেন, ‘পানাগড় বাজারের অধিকাংশ জায়গায় নিকাশি নালা সংস্কার না হওয়ার কারণে অধিকাংশ রাস্তার উপরে নিকাশি নালার জল জমে এলাকার মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি নিকাশি নালা সাফাই না হওয়ার কারণে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বার বার তৃণমূল পরিচালিত কাঁকসা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোন ফল হচ্ছে না।’ এরই প্রতিবাদে সোমবার সকালে বিজেপি কর্মী সমর্থকরা পানাগড় বাজারের চৌমাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান। বিজেপির রাস্তা অবরোধে দুর্গাপুর থেকে আসানসোলগামী সমস্ত যাত্রীবাহী বাস ও অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট রাস্তা অবরোধ চলার পর কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের উঠিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।