পানাগড় বাজারের চৌমাথায় ইন্দিরা গান্ধী মোড় থেকে অফিস পাড়া যাওয়ার রাস্তায় বেশ কয়েক দিন ধরে জমে রয়েছে নিকাশি নালা থেকে উপচে পড়া জল। যার জেরে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষদের। পথচলতি মানুষদের নিকাশি নালার নোংরা জলের উপর দিয়েই হেঁটে পারাপার করতে হচ্ছে। রাস্তার উপরে নিকাশি নালার জল জমে যাওয়ার ফলে রাস্তার ধারের দোকানগুলির সামনেও নিকাশি নালার জল এসে জমা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে তারা কাঁকসা গ্রাম পঞ্চায়েতের কাছে দ্রুত সাফাইয়ের আবেদন জানিয়েছেন। দ্রুত সাফাই না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ঝির ঝিরে বৃষ্টির ফলে জল জমার পরিমাণ আরও বেড়ে যাওয়ায় ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে পানাগড় বাজারের নিকাশি নালাগুলি সাফাই হয়নি, যার কারণে নিকাশি নালার মধ্যে নোংরা আবর্জনা জমে যাওয়ায় রাস্তার জল নিষ্কাশন না হওয়ার কারণে রাস্তার ওপরে জমে যাচ্ছে জল আর যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। যদিও কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং স্পষ্ট জানিয়েছেন, সারা বছর ধরেই নিয়ম মাফিক সাফাই অভিযান চালানো হয়, কিন্তু নিকাশি নালা দিয়ে জল নিষ্কাশন না হওয়ার জন্য ব্যবসায়ীদের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। তিনি জানিয়েছেন, নালার ভিতর বিশ্বসায়ীদের নোংরা ফেলার জন্যই পানাগড় বাজারের নিকাশি নালাগুলি বন্ধ হয়ে যাচ্ছে।