প্রায়ই ট্রেন লেট। সময়ে গন্তব্যে পৌঁছতে বেশ বেগ পেতে হয়। ক্ষোভ জমছিল বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের নিত্যযাত্রীদের মধ্যে। বুধবারও দেরি হওয়ায় যাত্রীদের ধৈর্য্যের বাঁধ ভাঙল। ৫৩০৪৮ ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার গুসকরা স্টেশনে পৌঁছনোর কথা সকাল ৬টা ৫২ মিনিটে কিন্তু ট্রেনটি আজ আসে ৮টা ২৭ মিনিটে। এরপরই ক্ষুব্ধ যাত্রীরা গুসকরা স্টেশনে অবরোধ শুরু করে দেন। অবরোধ চলে সকাল ৯টা ৫৫ মিনিট পর্যন্ত। এর ফলে ডাউন বিশ্বভারতী প্যাসেঞ্জার, আপ গণদেবতা এক্সপ্রেস ট্রেন দুটি আটকে পড়ে গুসকরা স্টেশনে। অন্যদিকে পিচকুড়ি স্টেশনে আটকে পড়ে ডাউন রামপুরহাট লোকাল ও বারাণসী এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ মাস দুয়েক ধরে লাগাতার লোকাল ও এক্সপ্রেস ট্রেনগুলি অস্বাভাবিক দেরীতে চলাচল করছে। ফলে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন। বারে বারে রেল প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয় নি। বাধ্য হয়েই এদিন তারা ট্রেন অবরোধে সামিল হন। পরে গুসকারা থানার পুলিশ ও রেলের আধিকারিকরা নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলেন। রেলের আধিকারিদের আশ্বাস পেলে নিত্যযাত্রীরা অবরোধ তুলে নেন।

 

Like Us On Facebook