মঙ্গলবার সকালে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকার বেনফেড গলির বাসিন্দা রাজা সামন্ত (৫৫) নামে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই বেনফেড গলি এলাকায় পচা গন্ধের টের পাচ্ছিলেন বাসিন্দারা। মঙ্গলবার সকালে পচা গন্ধে গোটা এলাকা ভরে যায়। অতিষ্ঠ হয়ে মানুষজন গন্ধের উৎস খুজতে শুরু করেন। এরপরই রাজা সামন্তের বাড়ির জানালা দিয়ে বাসিন্দারা দেখতে পান ঘরের মধ্যে বিছানার ওপর পচাগলা রাজা সামন্তের মৃতদেহ পড়ে রয়েছে। এরপরই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

স্থানীয় বাসিন্দা রমেশ সিং জানান, প্রায় ৬ বছর আগে রাজা সামন্তের মা মারা যান। সেই সময় মৃতদেহ আগলে প্রায় ১৫ দিন বসে ছিল পেশায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রাজা সামন্ত। পরে পুলিশ গিয়ে তাঁর মায়ের মৃতদেহ উদ্ধার করে। এরপর প্রায় ২ বছর আগে মারা যান রাজা সামন্তের বাবা অভয় সামন্ত। তিনি দুর্গাপুরের ডিপিএলের কর্মী ছিলেন। তাঁরও মৃতদেহ একইভাবে আটকে রাখে রাজা সামন্ত। পরে তাঁর দেহও পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাজা সামন্ত পাড়ায় সেভাবে মেলামেশা করতেন না। বাবা মারা যাবার পর থেকেই তিনি বাড়ি থেকে খুব একটা বার হতেন না। এমনকি বাড়ির ভেতরে আলোও অধিকাংশ সময়ই জ্বালতেন না। কার্যত একটা ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়েছিল। প্রতিবেশীরা জানিয়েছেন, শেষ প্রায় ১৫দিন আগে রাজা সামন্তকে তাঁরা দেখতে পান শুকনো কিছু খাবার, মুড়ি, চিড়ে নিয়ে যেতে। তারপর আর তাকে দেখা যায়নি। রাজা সামন্তের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook