রেলের গ্যাংম্যানের তৎপরতায় দুর্ঘটনা এড়াল ডাউন ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার। যাত্রীরা ধন্যবাদ জানালেন গ্যাংম্যান ইন্দ্রদেব পাশোয়ানকে।
বৃহস্পতিবার রেলের প্যাসেঞ্জার অ্যামিনিটি কমিটির দুই সদস্য রামানন্দ ত্রিপাঠি ও মনীষা চট্টোপাধ্যায় পাণ্ডবেশ্বর ও উখড়া স্টেশনে যাত্রী সুবিধা দেখে যাবার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শুক্রবার সকালে বড়সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল যাত্রীরা।
শুক্রবার সকালে পাণ্ডবেশ্বর ও উখড়া স্টেশনের মধ্যে লাইন পরীক্ষা করছিলেন গ্যাংম্যান ইন্দ্রদেব পাশোয়ান। সেই সময় হঠাৎ তাঁর নজরে পড়ে লাইনের উপর ৮ মিমি একটা ফাটল। কিছুক্ষণের মধ্যেই হাওড়া মুখী ডাউন ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার আসার কথা ওই লাইনে। কয়েক মূহুর্ত পরেই তিনি দেখতে পান ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ধেয়ে আসছে ওই লাইনে। ময়ূরাক্ষীর ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তৎক্ষনাৎ তিনি জোরে জোরে লাল পাতাকা নাড়তে শুরু করেন। ড্রাইভার বিপদ বুঝে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামান। এরপর ড্রাইভার স্টেশনে খবর পাঠালে রেলের কর্মীরা এসে লাইন মেরামতের কাজ শুরু করেন।
এই ঘটনার জেরে ৪৫ মিনিট আটকে পড়ে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার। লাইন মেরামতের পর যথারীতি ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়।