.

বর্ধমান উত্তর বিধানসভা এলাকার নবস্থা গ্রামে শ্রী শ্রী নৃসিংহ দেব ঠাকুরের সপ্তম দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত হল। এই দোলযাত্রা প্রাচীন রীতি মেনে দোলযাত্রার পর সাতদিন ধরে উৎসব চলে। প্রথম দিন রাতে গ্রামের মানুষ চাঁচড় পুড়িয়ে দোলযাত্রার শুভ সূচনা করেন। এরপর পালকিতে চড়ে ঠাকুর নৃসিংহ দেব গোটা গ্রাম প্রদক্ষিণ করেন। পুজোর পর ভোর রাতে প্রসাদ বিতরণ করা হয়। নবস্থা গ্রামে শ্রী শ্রী নৃসিংহ দেব ঠাকুরের সপ্তম দোলযাত্রা উৎসব মিলন উৎসবে পরিণত হয়।


Like Us On Facebook