অন্ডাল ব্লকের কাজোড়া পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার ‘মাটির সৃষ্টি’ প্রকল্প পরিদর্শন করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। এদিন এই প্রকল্পের পরিদর্শনে জেলাশাসকের সঙ্গে ছিলেন অন্ডালের বিডিও ঋত্বিক হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু, স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রাণকৃষ্ণ নুনিয়া সহ অন্যান্য আধিকারিকরা।

উল্লেখ্য, চলতি মাসে কাজোড়ার বড়ডাঙা এলাকায় ২০ একর সরকারি খাস জমিতে ‘মাটির সৃষ্টি’ প্রকল্পটির সূচনা হয়। বিডিও ঋত্বিক হাজরা জানান, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন সরকারি দফতরের সমন্বয়ে এই প্রকল্পটি গড়ে উঠবে। থাকবে কেরালা প্রজাতির কলা গাছের বাগান, আরবি খেজুর গাছের বাগান, নারকেল গাছ সহ বিভিন্ন ফলের গাছ। এছাড়াও এই প্রকল্পে মাছ চাষ, কৃষি কাজ ও সবুজায়ন করা হবে। প্রাথমিকভাবে প্রকল্পটির জন্য ৮৮ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, ‘এটি শুধু রাজ্যের নয়, গোটা দেশের মধ্যে দৃষ্টান্তমূলক প্রকল্প হবে। প্রকল্পের মাধ্যমে যেমন স্থানীয় মানুষজন কাজ পাবেন, তেমনই এলাকার অর্থনৈতিক উন্নতি ঘটবে। আগামী দিনে এই প্রকল্পটির ঘিরে এলাকায় পর্যটন শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও তৈরি হবে।’

Like Us On Facebook