পানাগড় সেনা ছাউনির পার্শ্ববর্তী জমি সেনাবাহিনী ঘিরতে গিয়ে শনিবার গ্রামবাসীদের বাধার মুখে পড়ল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
বুদবুদের রঘুনাথপুর গ্রামের মানুষজনের দাবি, সেনাবাহিনী জমি ঘিরে দিলে তাঁদেরর বেশ কিছু জমি ও সংখ্যালঘু সম্প্রদায়ের কবরস্থানটি পানাগড় সেনা ছাউনির ভিতরে চলে যাবে। সেনাবাহিনী নিজেদের নিরাপত্তার স্বার্থে শনিবার সেই জমি ঘিরতে গেলে গ্রামবাসীদের কাছে প্রবল বাধার সম্মুখীন হয়। শেষমেশ সেনাবাহিনী জমি ঘেরার কাজ সাময়িক বন্ধ করে দেয়। গ্রামবাসীদের অভিযোগ, সেনা ছাউনির ভিতরে চলে গেলে তাঁদের চাষযোগ্য জমি বা কবরস্থানটি তাঁরা ব্যবহার করতে না পারলে গ্রামবাসীরা সমস্যায় পড়বেন। অভিযোগ শুনে সেনাবাহিনীর আধিকারিকরা সাময়িক জমি ঘেরার কাজ বন্ধ করে দেয় বলে জানা গেছে।
Like Us On Facebook