ডিজিটাল ইন্ডিয়া মিশনকে সামনে রেখে দুর্গাপুরে অবস্থিত কেন্দ্রীয় গবেষণা সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)-এ চালু হল বেশ কিছু ডিজিটাল সুবিধা।
রবিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মমতাজ সংঘমিতা সিএমইআরআই ক্যাম্পাস জুড়ে দ্রুতগতির ওয়াই-ফাই পরিষেবা, ই-ডাক/ই-পত্রাচার কিয়স্ক, ক্যাম্পাসে সিসিটিভি নজরদারি ব্যবস্থা ছাড়াও সংস্থার তথ্য সমৃদ্ধ দ্বিভাষিক ওয়েবসাইটের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে সিএমইআরআই-এর ডিরেক্টর হরিশ হিরানি প্রমুখ উপস্থিত ছিলেন।
সিএমইআরআই সূত্রে জানা গেছে রবিবার থেকেই গোটা ক্যাম্পাস জুড়ে দ্রুত গতির ওয়াই-ফাই সুবিধা চালু হয়েছে। এর ফলে ক্যাম্পাসে আগত যে কেউ যে কোন জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ক্যাম্পাসের নিরাপত্তা সুরক্ষিত করতে ক্যাম্পাসটিকে সিসিটিভির নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। সংস্থার ওয়েবসাইটিকে আরও তথ্য সমৃদ্ধ ও দ্বিভাষিক করে তোলা হয়েছে। ওয়েবসাইটের তথ্য ইংরাজি ও হিন্দি ভাষায় দেখা যাচ্ছে। ই-ডাক/ই-পত্রাচার কিয়স্ক-এর মধ্যমে এখন প্রত্যন্ত গ্রাম থেকেও মানুষ তাঁদের হাতে লেখা অভাব অভিযোগ এবং পরামর্শ সরকারকে জানাতে পারবেন।