পথ দুর্ঘটনায় নিহত দুই। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। গুরুতর আহত আরও এক শিশু। ঘটনাটি ঘটেছে গলসির কোলকোল মোড়ের কাছে। মৃতদের নাম শেখ দিলদার(৪২) ও পিয়ারী খাতুন(৪০)। বাড়ি আউশগ্রাম থানায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার শেখ দিলদার ও পিয়ারী খাতুন একটি শিশুকে সঙ্গে নিয়ে বাইকে করে আউশগ্রামের দিক থেকে বর্ধামানের দিকে আসছিলেন। জাতীয় সড়ক ধরে আসার সময় গলসির কোলকোল মোড়ের কাছে দুর্গাপুরের দিক থেকে আসা একটি বেপরোয়া চারচাকা গাড়ি তাঁদের বাইকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই শেখ দিলদার(৪২) মারা যান। আহত অবস্থায় পিয়ারী খাতুন(৪০ )কে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তিনিও মারা যান। আহত শিশু রাজকুমারী(৬) কে প্রথমে পারাজ স্বাস্থ্যকেন্দ্রে ও পরে অবস্থার অবনতি হলে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, চারচাকা গাড়িটিতে কয়েকজন তৃণমূল সমর্থক ধর্মতলার সভায় যাচ্ছিলেন। গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। গলসির কোলকোল মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে শেখ দিলদারের বাইকের পিছনে। স্থানীয়রা ঘাতক গাড়িটিকে ধরে পুলিশে খবর দিলে পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করে এবং গাড়িটিকে আটক করে। গাড়িটির চালক ও যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

Like Us On Facebook