ধানবাদের মুগমা থেকে ৬ জন ছাত্র সোমবার বিকেলে আসানসোলের মাইথনে বেড়াতে আসে। এরপর তারা মাইথন ড্যামের জলে স্নান করতে নামলে এক জন ছাত্র ড্যামের জলে তলিয়ে যায়। মঙ্গলবার সকালে পুলিশের পক্ষ থেকে তল্লাশি অভিযান শুরু করা হয়। মাইথন ড্যামের নৌকা চালকদের জলে নামিয়ে তল্লাশি চালানো হয়, কিন্তু বিকেল পর্যন্ত তলিয়ে যাওয়া যুবকের হদিশ মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ছয় যুবক মাইথন বেড়াতে এসে জলছাড়ার গেটের কাছে স্নান করতে নামে। ওই জায়গায় জলের গভীরতা অনেক বেশি হওয়ায় এক যুবক তলিয়ে যায়। স্থানীয় নৌকা চালকদের দিয়ে তল্লাশি চালিয়েও মঙ্গলবার বিকেল পর্যন্ত ওই যুবকের সন্ধান মেলেনি। ড্যামের ওই জায়গায় জলের নীচে প্রচুর পাথর ও গর্ত থাকায় তল্লাশি করতে অসুবিধা হচ্ছে। বিশেষ সূত্রে জানা গেছে, তলিয়ে যাওয়া ছাত্রের নাম নিরঞ্জন সিংহ।
Like Us On Facebook