জেলার অন্যতম প্রাচীন শিব মন্দির কাঁকসার বামুনাড়া সংলগ্ন রাঢ়েশ্বর শিব মন্দির। প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজ সকাল থেকেই মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। শিবলিঙ্গে জল ঢালতে পশ্চিম বর্ধমান জেলার দুই প্রান্তের দুই নদ দামোদর এবং অজয় থেকে বাঁকে করে জল নিয়ে এসে শিবলিঙ্গে জল ঢালতে দেখা যায় বহু ভক্তকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং জেলার বাইরে থেকেও মানুষজন এসেছিলেন শিবের মাথায় জাল ঢালতে এবং পুজো দিতে। এই উপলক্ষে মন্দির চত্ত্বরে কাঁকসা থানার পুলিশের কড়া নজরদারি ছিল।

Like Us On Facebook