আসানসোলের মুর্গাসোল এলাকায় একটি টায়ারের গোডাউনে রবিবার সকালে ভয়াবহ আগুন লাগে। আগুনে টায়ারের গোডাউনটি ভস্মীভূত হয়ে যায়। দমকলের ১২ টি ইঞ্জিন প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টা নাগাদ মুর্গাসোলের একটি বড় টায়ারের গোডাউনে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন পুরো বিল্ডিং-এ ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। আগুনের লেলিহান শিখা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যেতে থাকে। ঘন কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। খবর পেয়ে আসানসোল থেকে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুনের তীব্রতা দেখে দমকলের আধিকারিকরা রানিগঞ্জ, জামুড়িয়া, দুর্গাপুর থেকে আরও আটটি দমকলের ইঞ্জিন নিয়ে আসার ব্যবস্থা করেন। ১২ টি ইঞ্জিন প্রায় চার ঘন্টা ধরে জল ঢালার পর দুপুর ৩ টে নাগাদ আগুন আয়ত্তে আসে।
ঘটনার খবর পেয়ে আসানসোলের মেয়র, এসডিপিও সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। দমকলের আধিকারিকরা বলেন, ‘টায়ারের মত দাহ্য বস্তু থাকায় আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে।’ আগুনের সঠিক কারণ জানা না গেলেও শর্টসার্কিট থেকেই আগুন বলে অনুমান দমকল কর্মীদের। আগুনের ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায় নি।