দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা, ইছাপুর ও প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটাবেড়িয়া ও সরপিতে বৃহস্পতিবার তিনটি উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেন জেলাশাসক সৌমিত্র মোহন।

লাউদোহা গ্রাম পঞ্চায়েতের অধীন ভদ্রপুরে একটি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, কাঁটাবেড়িয়াতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সরপিতে একটি ইকো-পার্কের উদ্বোধন করেন জেলাশাসক। এই তিন প্রকল্পের উদ্বোধন ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। ইকো-পার্ক তৈরী হওয়ায় খুশি স্থানীয় মানুষ। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের উন্নয়ন মূলক কাজ দেখে জেলাশাসক সন্তোষ প্রকাশ করেন।

আজকের অনুষ্ঠানে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহ রায় সহ অন্যান্য আধিকরিকরা উপস্থিত ছিলেন।