পাণ্ডবেশ্বর রেল স্টেশন সংলগ্ন এলাকায় নিকাশি নালা সংস্কার ও উড়ালপুল তৈরির দাবিতে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার কর্মাধ্যক্ষ নরেন চক্রবর্তীর নেতৃত্বে পাণ্ডবেশ্বরের রেল স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্টকে ডেপুটেশন দেয় স্থানীয় মানুষ।
স্থানীয়রা জানান, অণ্ডাল-রামপুরহাট রেল লাইনে পাণ্ডবেশ্বর স্টেশনের কাছে পাণ্ডবেশ্বর স্টেশন এলাকা থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার রাস্তায় একটি রেলগেট আছে। ওই ব্যস্ত রেলপথে দিনভর বার বার রেল গেট বন্ধ করতে হয় ট্রেন পারাপারের জন্য। ফলে মানুষজন সমস্যায় পড়ছেন। এদিন ওই স্থানে উড়ালপুর তৈরির দাবি জানানো হয়। এছাড়াও রেলগেট সংলগ্ন রাস্তাও খানাখন্দে ভরে উঠেছে। পাশাপাশি রেল কলোনি ও স্টেশনের নোংরা জল রাস্তায় পড়ছে বলে দাবি করেন স্থানীয়রা। এইসব সমস্যা নিয়ে এদিন পাণ্ডবেশ্বরের রেল স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্টকে স্মারকলিপি দেন স্থানীয়রা। স্টেশন সুপারিন্টেন্ডেন্ট দাবিপত্র উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেপাঠানোর আশ্বাস দেন।