বুধবার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) রত্নেশ্বর রায়কে। আজ সিপিএমের পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের ডাকে আউসগ্রামে থানা ভাঙচুরের ঘটনায় আদিবাসী নেতা সুরেন হেমব্রম সহ অন্যান্যদের গ্রেফতারের প্রতিবাদে আদিবাসীদের নিয়ে বর্ধমানের কার্জন গেট সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের সভাপতি বিনয় হাঁসদা বলেন, আজ আমরা আউসগ্রাম কাণ্ডে গ্রেফতার হওয়া সুরেন হেমব্রমের নিঃশর্ত মুক্তির দাবিতে কোর্ট চত্বরে নেতাজি মূর্তির পাদদেশে অবস্থান করে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন)-এর হাতে তুলে দিলাম।” এদিন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের আয়োজিত অবস্থান সমাবেশে বিশাল সংখ্যক আদিবাসী মানুষ অংশ নেন।