.
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এক দন্ত চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হল হাসপাতালের দন্ত বিভাগের আউটডোর। গত শনিবার কলকাতা নিবাসী এক চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে পরীক্ষা করান। তাঁর রিপোর্ট পজিটিভ আসায় সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত হাসপাতালের দন্ত বিভাগের আউটডোর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর সংস্পর্শে আসা প্রায় ১৫ জনকে কোয়রান্টাইনে পাঠানো হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার কুণালকান্তি দে জানান, ওয়ার্ড জীবাণমুক্ত করার কাজ করা হয়েছে। হাসপাতালে আসা রোগীদের ডেন্টাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।
Like Us On Facebook