পাণ্ডবেশ্বরে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর রেলের ওভারব্রিজ ও রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হল। জাতীয় সড়ক কর্তৃপক্ষ অধিকৃত বাড়ি, দোকান ঘর ইত্যাদি জেসিবি মেশিন দিয়ে ভাঙতে শুরু করলো। এই কাজের প্রজেক্ট ম্যানেজার দিলীপ কুমার দাস জানান, ১৭৫৬ মিটার দীর্ঘ এই রাস্তাটি ছয় লেনের হবে। আনুমানিক ব্যায় হবে ২১০ কোটি টাকার মতো এবং এই রাস্তা সম্প্রসারণ ও রেল ওভারব্রিজ তৈরির কাজ সব ঠিকঠাক চললে দু’বছরের মধ্যে সম্পূর্ণ হবে। জাতীয় সড়কের পাশের অধিগৃহীত বিল্ডিং ভাঙার ক্ষেত্রে কোন অপ্রীতিকর ঘটনা বা ঝামেলা এড়াতে বিশাল পুলিশবাহিনী ও পাণ্ডবেশ্বরে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক মিশ্রা সহ জাতীয় সড়কের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই রাস্তা সম্প্রসারণ ও রেল ওভারব্রিজ কাজ শুরু হতেই এলাকার মানুষ স্বস্তি বোধ করছেন। কারণ রাস্তা সম্প্রসারণ ও রেল ওভারব্রিজ তৈরি হলে যেমন যানজট কমবে, তার সঙ্গে কমবে দুর্ঘটনা।

Like Us On Facebook