জেলা ডেকরেটর সমন্বয় সমিতির দু’দিনের সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমানের টাউন হলে। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডেকরেটর ব্যবসায়ীরা এই সম্মেলনে হাজির হন। শনি ও রবিবার এই সম্মেলনে ডেকরটর ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
ডেকরেটর ব্যবসাকে শিল্পের মর্যাদা দেওয়া, ডেকরেটর কর্মীদের বীমার অধীনে নিয়ে আসা, সমস্ত ডেকরেটরদের একটি মূল্য তালিকায় নিয়ে আসা, জিএসটি ও ওয়েবিল বাতিল করা, ডেকরেটরদের সহজ শর্তে ব্যাঙ্ক ঋণ প্রদান করা প্রভৃতি বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে চলেছে ডেকরেটর সমন্বয় সমিতি। ডেকরেটর ব্যবসায়ীরা তাঁদের কাজের জন্য জিনিসপত্র পরিবহণে পুলিশি জুলুমের ব্যাপারে সোচ্চার হন এই সম্মেলনে।
Like Us On Facebook