বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের নহর থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার সকালে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে। মৃত মহিলার পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের নহরে এক মহিলার দেহ ভাসতে দেখেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এরপরেই বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
অন্যদিকে, এব্যাপারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য গৌতম চন্দ্র জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃতদেহটি সম্ভবত ৩৪-৩৫ বছরের কোন মহিলার বলে প্রাথমিক অনুমান। তিনি জানিয়েছেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রী বা কর্মীর দেহ নয় বলে জানা গেছে। গোটা বিষয়টি পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে। গৌতমবাবু জানিয়েছেন, যে নহরে এই মৃতদেহটি পাওয়া যায় সেটিতে স্রোত রয়েছে। এই নহরের একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস রয়েছে, তেমনই অন্যদিকে সাধারণ মানুষের এলাকা রয়েছে। ফলে সেদিক থেকেও এই মৃতদেহ আসতে পারে। উপাচার্য্য জানিয়েছেন, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সচেতন করা হয়েছে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।