দুর্গাপুর কেমিক্যালসে এক কর্মীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। জানা গেছে মৃত ব্যক্তির নাম বাবলু সাহা(৫৮)। কেমিক্যালস কোয়ার্টারে থাকতেন। বুধবার বিকেলে শিফটের ডিউটি করার পর রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন বাবলুবাবু। প্রথমে বাবলুবাবুকে কেমিক্যালস হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুর্গাপুর ইস্পাত কারখানা মেন হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা বাবলুবাবুকে মৃত ঘোষণা করেন। বাবলুবাবুর সহ-কর্মীদের অভিযোগ ডিউটি চলাকালীন বাবলুবাবু ক্লোরিন গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তার ফলেই বাবলু বাবুর অকাল প্রয়াণ হয়। এই মৃত্যুর জন্য কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেন বাবলুবাবুর সহকর্মীরা। এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে কর্মী মহলে। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
Like Us On Facebook