চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে পড়লে এক যাত্রীকে আসানসোল স্টেশনে নামানো হয়। রেলের চিকিৎসক ওই যাত্রীকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ডোমেরা ধর্মঘট করায় সেই মৃতদেহ প্ল্যাটফর্মে সারারাত পড়ে থাকে বলে অভিযোগ মৃতের ছেলের।

জানা গেছে, শনিবার রাতে মিথিলা এক্সপ্রেসে ছেলে মহম্মদ ফিরোজকে সঙ্গে নিয়ে রক্সৌল যাচ্ছিলেন মহম্মদ কেয়ামত (৬৩)। আসানসোল স্টেশনের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কেয়ামত। আসানসোল স্টেশনে চিকিৎসার জন্য তাঁকে নামানো হয়। রেলের এক চিকিৎসক মহম্মদ কেয়ামতকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এরপর সারারাত স্টেশনে পড়ে থাকে মৃতদেহ। মৃতের ছেলে ফিরোজের অভিযোগ, ডোমেরা মৃতদেহ সরাতে রাজি হয় নি।

জানা গেছে, মৃতদেহ সরানোর জন্য চুক্তিভিত্তিক ডোমেরা ধর্মঘট করায় শনিবার রাত থেকে বাবার মৃতদেহ আগলে বসে ছিলেন ছেলে ফিরোজ। মৃতদেহ উদ্ধারের জন্য ডোমেদের পাওনা টাকা রেল কমিয়ে দিয়েছে বলে অভিযোগ ডোমেদের। তাদের ন্যায্য পাওনার দাবিতে ধর্মঘট করেছেন বলে দাবি ডোমেদের। এই ভাবে প্রায় ১৮ ঘন্টা মৃতদেহ প্ল্যাটফর্মে পরে থাকার পর জিআরপি’র আশ্বাস পেয়ে ডোমেরা মৃতদেহ সরাতে রাজি হয়। আসানসোল প্ল্যাটফর্মে দীর্ঘ সময় মৃতদেহ পড়ে থাকার ঘটনা অস্বীকার করেছে রেল।

Like Us On Facebook