তিনদিন ধরে আসানসোল স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে পড়ে থাকল অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ। নিত্যযাত্রীদের অভিযোগ, রেলপুলিশ বা আরপিএফ কেউ মৃতদেহ উদ্ধার করতে তৎপরতা দেখায়নি।

নিত্যযাত্রীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে মধ্যবয়স্ক এক ভবঘুরে ব্যক্তিকে দেখা যাচ্ছিল আসানসোল স্টেশন চত্বরে। দিন তিনেক আগে থেকে ওই ব্যক্তিকে ৭ নম্বর প্ল্যাটফর্মের একই জায়গায় পড়ে থাকতে দেখেন যাত্রীরা। রেলপুলিশ বা আরপিএফ কেউই তাঁর দেহ উদ্ধার করতে উদ্যোগ নেয়নি বলে অভিযোগ যাত্রীদের। বৃহস্পতিবার ওই মৃতদেহ দুর্গন্ধ ছড়াতে থাকলে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। রেল পুলিশ জানিয়েছে, মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়।

Like Us On Facebook