সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গলসি বাজার এলাকায়। ১০-১২ জনের একটি ডাকাত দল দোকানে হানা দিয়ে গ্যাসকাটার দিয়ে দোকানের ভল্ট কেটে প্রায় ১ কেজি ৭০০ গ্রাম সোনার গহনা এবং নগদ প্রায় ৯ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে দাবি দোকান মালিকের। রবিবার সকালে খবর পেয়ে দোকানের মালিক সেখ মোক্তার ঘটনাস্থলে এসে দেখেন দোকানের শাটারের তালা ভাঙা। দোকানের ভিতরে থাকা ৪টি সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে। দোকানের ভল্টটিকে গ্যাস কাটার দিয়ে কেটে লুঠ করা হয়েছে সমস্ত গহনা।

সেখ মোক্তার বলেন, ‘বিয়ের মরশুম চলছে। গহনার অর্ডার রয়েছে ভালই। বহু গহনা তৈরি করে দোকানের ভল্টে রাখা ছিল। রবিবারও কিছু গহনা নিতে আসার কথা ছিল খরিদ্দারদের। কিন্তু এই ঘটনার পর আমার বহু ক্ষতির পাশাপাশি আমার দোকানের খরিদ্দাররাও সমস্যায় পড়লেন। অন্যদিকে, গলসি বাজারের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে বাজারের ছাদে প্রায় ১০-১২ জনের একটি দল এদিন সন্ধ্যা থেকেই ঘোরাফেরা করছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সন্ধ্যা থেকেই ডাকাত দলটি ডাকাতির জন্য তৈরি হয়েছিল। বাজার বন্ধ হতেই তাঁরা ডাকাতি করে চম্পট দেয়। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে।

Like Us On Facebook