শুক্রবার সন্ধ্যায় ক্ষণিকের প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন বর্ধমান পুর এলাকা লাগোয়া কৃষ্ণপুর মাঠপাড়ার বেশ কয়েকজন বাসিন্দা। কৃষ্ণপুর মাঠপাড়ার বাসিন্দা বর্ধমানের মন্তেশ্বরের কাইগ্রাম উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক ডঃ মনোয়ার হোসেন জানিয়েছেন, শুক্রবার তিনি সন্ধ্যের সময় মাধ্যমিকের খাতা দেখছিলেন। সেই সময় আচমক ঝড় ওঠে। চারিদিক অন্ধকার হয়ে যায় এবং গোটা এলাকার বিদ্যুতও চলে যায়। এরপরেই তীব্র সোঁ সোঁ শব্দে তিনি দেখেন তাঁর বাড়ির অ্যাসবেস্টসের চাল নড়ছে। এরপরেই ধেয়ে এল বিকট শব্দে ঘূর্ণিঝড়। কিছু বুঝে ওঠার আগেই মাত্র ২ মিনিটের মধ্যে গোটা বাড়ির তিনটে ঘরের অ্যাসবেস্টসের চাল উড়িয়ে নিয়ে ফেলল বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে। ঝড় থেমে যাওয়ার পর বাড়ির বাইরে এসে দেখেন গোটা বাড়ি লণ্ডভণ্ড করে দিয়েছে এই ঘূর্ণিঝড়। শুধু মনোয়ার হোসেনের বাড়িই নয়, এদিন কৃষ্ণপুর মাঠপাড়ার সেখ কিসমত আলির বাড়ির চালও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দু’মিনিটের এই ঝড়। আরও কয়েকজন বাসিন্দার বাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে।
Like Us On Facebook