একটি নামী কোম্পানীর গান ব্যবহার করে নকল সিডি, ক্যাসেট বিক্রির অভিযোগে বর্ধমান পুলিশের সাইবার সেল আটক করল একটি দোকানের মালিককে। ধৃতের নাম রাজকুমার হালদার। মঙ্গলবার বর্ধমানের তিনকোনিয়া বাসস্ট্যাণ্ডে হানা দিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রচুর পরিমাণে নকল সিডি, ক্যাসেট। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটারও।

পুলিশ সূত্রে জানা গেছে, নামী ওই কোম্পানীর নামে নকল সিডি, ক্যাসেট বিক্রির বিষয়ে কোম্পানীর পক্ষ থেকে জেলা পুলিশের কাছে অভিযোগ করা হয়। এরপরই মঙ্গলবার সকালে জেলা পুলিশের সাইবার সেল বর্ধমান শহরের তিনকোনিয়া বাসস্ট্যান্ডের রামকৃষ্ণ মার্কেটের একটি ভিডিও মিক্সিং করার দোকানে হানা দেয়। প্রতিনিধি দলে ছিলেন সাইবার সেলের ওসি স্নেহাশিস চৌধুরী, ক্যাসেট কোম্পানির আধিকারিক কিশোর চক্রবর্তী সহ পুলিশ আধিকারিকরা। এদিন তাঁরা দোকানে গিয়ে কম্পিউটার খুলে পরীক্ষা নিরীক্ষা করেন। দেখা যায় সেখানে ওই নামী কোম্পানির গান রয়েছে। সেই গান কোন অনুমতি ছাড়াই বিভিন্ন ভিডিওতে ব্যাবহার করা হচ্ছে। অন্য কোম্পানির গান কোন রকম লাইসেন্স ছাড়াই ব্যাবহার করা হচ্ছে এই দোকানে। সংশ্লিষ্ট ক্যাসেট কোম্পানির আধিকারিক কিশোর চৌধুরী জানান, তাদের কোম্পানির গান যে কেউ ডাউনলোড করে শুনতে পারেন। কিন্তু বাণিজ্যিকভাবে ওই গান ব্যাবহার করতে গেলে অনুমতি প্রয়োজন। তার জন্য মাসে ৯০০ থেকে ১০০০ টাকা খরচ হয়। কিন্তু এই দোকান সেই নিয়ম মানেনি।


Like Us On Facebook