দূরপাল্লার বাসে করে পাচারের সময় প্রায় ১৬ কেজি রূপো উদ্ধার করল কাস্টমস বিভাগ। কলকাতা থেকে ২ নম্বর জাতীয় সড়ক ধরে বাসে এই বিপুল পরিমাণ রূপোর বাট ও দানা ঝাড়খণ্ডে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস বিভাগ কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী বাসে অভিযান চালায় বর্ধমানের উল্লাস মোড়ের কাছে। উদ্ধার হয় আনুমানিক আট লক্ষ টাকার বেশী মূল্যের রূপো। পাচারকারী ঝাড়খণ্ডের কোডারমার বাসিন্দা ধীরেন্দ্র প্রসাদ বাদানীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কাস্টমস বিভাগের অফিসাররা। কাস্টমস ইন্সপেক্টর অরিজিৎ ঘোষ জানান, ধৃত ব্যক্তি ক্যারিয়ার জ্যাকেটে করে রূপোর বাট ও দানা নিয়ে যাচ্ছিল। সঠিক কোন কাগজপত্র দেখাতে পারে নি। তার জন্যই তাঁকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া রূপোর ওজন ১৬ কেজি। কলকাতা থেকে ঝাড়খণ্ডের কোডারমায় পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে। বিদেশ থেকে অবৈধ উপায়ে এগুলি আনা হয়েছিল বলে অনুমান কাস্টমস বিভাগের।