সকলের জন্য বড় হোক বড়দিন – এই মন্ত্রকে সামনে রেখে বছর দুয়েক আগে স্কুল জীবন ছেড়ে আসা একদল ছাত্রের অনন্য প্রয়াসের সাক্ষী থাকল শহর বর্ধমান। সোমবার ছিল বড়দিন। সকলেই যখন বড়দিনের উৎসবে মেতেছে তখন সমাজের কিছু দুস্থ শিশু বড়দিন বা সান্তাক্লজের স্মৃতি ছাড়াই বেড়ে ওঠাকে অভ্যাসে পরিণত করে নিয়েছে। এই সব শিশুদের কাছে সান্তা রূপে হাজির হল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ২০১৫-উচ্চমাধ্যমিক ব্যাচের ছাত্ররা।

এদিন ওই ছাত্ররা বর্ধমান স্টেশন চত্বর, গুডস শেড রোড ও বীরহাটা এলাকায় দরিদ্র ও দুস্থ শিশুদের মুখে হাসি ফোটেতে তাদের মধ্যে কেক ও চকোলেট বিতরণ করে তাদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিল। বড়দিন উপলক্ষে কেক ও চকোলেট পেয়ে শিশুরাও খুশিতে আত্মহারা। বড়দিনে শিশুদের কাছে সান্তাক্লজ রূপে হাজির হওয়া বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্ররা জানায়, প্রতিবছর তারা এই ধরণের উদ্যোগ নেবে।

Like Us On Facebook